ঢাকার আশুলিয়ায় বাইপাইল এলাকায় র্যাবের হাতে এক মাদক কারবারি গ্রেফতার হয়। উক্ত কারবারির কাছ থেকে ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করেন র্যাব। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম সুজন মোল্লা । তিনি ফরিদপুরের অধিবাসী।
শনিবার (১৫জুলাই) র্যাব-৪ এর স্টাফ অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী তাকে গ্রেফতারের তথ্যটি প্রকাশ করেন। র্যাব জানায় ১৪ জুলাই র্যাব-৪ এর একটি দল আশুলিয়া বাইপাইল এলাকায় অভিযান চালালে, সেই সময় ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ সুজন মোল্লা গ্রেফতার হয়।
এই ব্যক্তি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে সাভার, ধামরাই, আশুলিয়ায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো বলে জানা যায়। এএসপি মো. জিয়াউর রহমান জানান, সুজন মোল্লার বিরুদ্ধে যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd