ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর ফেইসবুক পেইজ থেকে জানা গেছে ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পাবে বাংলাদেশের সিনেমা “সুড়ঙ্গ”। অনেক আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গতে। এবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এর সত্যতা মিললো।
পরিচালক ও শুভানুধ্যায়ীরা এই সংবাদে অনেক খুশি। ছবির প্রচারে কলকাতায় যাবেন “সুড়ঙ্গ” টীম। দেশের সিনেমার জন্যেও এটা বিশাল সংবাদ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলফা আই স্টুডিও লিমিটেড ও চরকি’র প্রযোজনায় বাংলাদেশে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির আগে থেকেই এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের সীমা ছিলনা কারণ এই সিনেমাতেই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। জুটি বেধেছেন তমা মির্জার সাথে।
দেশের মানুষের প্রশংসার সীমা ছাড়িয়ে এবার সুড়ঙ্গ যাচ্ছে সীমানার বাইরে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd