গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চাউর হয়ে ছিলো বুবলিকে খারিজ করে ফের এক হচ্ছেন শাকিব-অপু। সেই গুঞ্জনকে সত্যি করে নিউইয়র্কের রাস্তায় একসাথে দেখা গেলো শাকিব-অপু-জয় কে । এক হয়েছেন এই সাবেক দম্পতি একসাথে গুছিয়ে তুলছেন নতুন সংসার একথা এখন বলাই যায় ।গত ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পর পরই অনেকটা গোপনে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পর মার্কিন ফ্লাইটে অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে নিউইয়র্ক পৌঁছান। তখন অনেকেই আঁচ করছিলেন , শাকিবের কাছেই যাচ্ছেন তারা।
জানা গেছে, ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অপু-জয়কে রিসিভ করেন শাকিব খান নিজে। অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া যায় । সেখানে দেখা যায়,ছেলে জয়ের হাত ধরে নিইউয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে বের হয়ে আসছেন শাকিব খান এবং সঙ্গে আছেন অপুও। এরপর তারা পার্কিংয়ে থাকা একটি কালো গাড়িতে ওঠে তারা বেরিয়ে যান। এবার দেখার বিষয় কখন খান সাহেব আর লাল শাড়ি অপু তাদের নতুন ভাবে শুরু করা সংসারের ঘোষণা দেন। এ নিয়ে মুখিয়ে আছে তাদের ভক্তরা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd