আজ শনিবার (১৫ জুলাই) ভোলার দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডে ২২টি বসতঘর, গোডাউন, দোকান ও কারখানা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের দাবি তাদের প্রায় ২-৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দৌলতখান উপজেলার বাংলা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, ভোরে একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুইটি বসতঘর, একটি বেকারির দোকান, একটি প্লাস্টিক কারখানা ও ১৯টি গোডাউন পুড়ে যায়। তবে কেউ হতাহত হয় নি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd