১৩ কোটি আয় নিয়ে ২০২২ সালে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বা এলএমটেন।
কিন্তু ফোর্বসের তালিকায় এ বছর মেসিকে ছাপিয়ে পহেলা মে পর্যন্ত ১ বছরের হিসাবে রোনালদো ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করে, খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি উপার্জনকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড খেতাব জিতে নিয়েছেন। মাঠের খেলায় তার আয় ৪ কোটি ৬০ লাখ ডলার। আর মাঠের বাইরে থেকে তিনি আয় করেছেন ৯ কোটি ডলার। মাঠের আয়ের ক্ষেত্রে বিবেচ্য হয় পারিশ্রমিক, প্রাইজ মানি ও সব ধরনের বোনাস। আর মাঠের বাইরের আয় হিসাবে স্পন্সর চুক্তি, নিবন্ধনভুক্ত আয় ও খেলোয়াড় কোনো ব্যবসায় জড়িত থাকলে সেই ব্যবসা থেকে আয়। দ্বিতীয় অবস্থানে আছেন পিএসজির লিওনেল মেসি (১৩ কোটি) ও তৃতীয় অবস্থানে কিলিয়ান এমবাপ্পের (১২ কোটি)। চার নম্বরে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। মাঠ ও মাঠের বাইরে থেকে সমান দুই দফা ৬ কোটি ৫০ লাখ ডলার করে আয় করেছেন মেসি। তবে মাঠ থেকে আয় করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এমবাপ্পে। শুধু মাঠ থেকেই তার আয় ১০ কোটি ডলার। আর মাঠের বাইরে তার আয় ২ কোটি ডলার।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd