
রবিবার ১৬ জুলাই, ক্যাটরিনা কাইফের ৪০ তম জন্মদিন। জন্মদিনের আগেই নিজেদের শহর ছেড়েছেন তারকা দম্পতি ক্যাট-ভিকি।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রবিবার স্ত্রীকে ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আদরমাখা পোস্ট করেন ভিকি কৌশল। নতুন কিছু ছবি পোস্ট করে ভিকি লেখেন, ‘তোমার ম্যাজিকে মুগ্ধ… প্রতিদিন। হ্যাপি বার্থডে মাই লাভ’!
২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এই মিষ্টি জুটি ক্যাটরিনা ও ভিকি। এই জুটিকে বেশ পছন্দ করেন অনুরাগীরা। কফি উইথ করণ সিজন সেভেনে নিজেদের কথা বলতে গিয়ে ক্যাটরিনা বলেছিলেন, ‘আমি ভিকির সম্পর্কে তেমন কিছু জানতাম না। কিন্তু, তারপর যখন আমি তার সঙ্গে দেখা করি, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এটা আমার নিয়তি ছিল এবং এটা সত্যিই হওয়ার কথা ছিল।“
ক্যাটের জন্মদিনে ভিকির এই আদুরে পোস্ট মন জিতেছে নেটিজেনদেরও। ভক্তরাও তাকে শুভেচ্ছা জানাতে ভুল করেন নি।