আ.লীগের সঙ্গে সমঝোতায় রাজি না হওয়ায় নিবন্ধন দেয়া হয় নাই বলে অভিযোগ করেছেন গন অধিকার পরিষদ সভাপতি নুরুল হক (নুর)।
আজ রোববার(১৬ জুলাই) নির্বাচন কমিশন নতুন দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ অভিযোগ করেন তিনি।
নুরুল হক দাবি করেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সময় একটি বিশেষ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের ডেকেছিলেন সমঝোতার জন্য । তিনি শর্ত দিয়েছিলেন আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করাতে, এবংতাঁদের বলা হয়েছিল, যদি তার দল তাঁদের সঙ্গে একমত হয় এবং নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে নিবন্ধন দেওয়া হবে। কয়েকটি আসনও তাদেরকে দেওয়া হবে। কিন্তু তাঁরা তা নাকচ করে বলেছিলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে তারা যাবেন না।