গাজীপুর জেলার টঙ্গীতে বাস চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে । এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় জলসিড়ি পরিবহনের একটি বাস চাপায় প্রাণ হারায় এক শিক্ষার্থী। প্রতিবাদে সড়কে নেমে আসে তার সহপাঠীরা। একপর্যায়ে রাস্তা অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে গিয়েছে যানবাহন চলাচল। মহাসড়কের দু’পাশে দেখা দিয়েছে তীব্র যানজট।
আন্দোলনকারীরা জানায়, কলেজ গেট এলাকাটি চরম দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েনসহ চার দফা দাবি জানান তারা। এ সময় প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এরই মধ্যে ঘাতক বাস চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।