ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ জুলাই শনিবার অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর সিএনএনের।
বাসভবনের কাছের ওই চিকিৎসাকেন্দ্রটিতে সারারাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিওবার্তা দেন নেতানিয়াহু। এ সময় জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন এ নেতা।
তিনি আরও বলেন, আমি এখন ভালো বোধ করছি। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দেন। বেশি পানি পান করতে বলেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd