এমন যদি হয় যে আপনি ঘোরার জন্য লম্বা সময় বের করতে পারছেন না তাহলে ডে ট্যুরের জন্য বেছে নিতে পারেন ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক।
এখানকার বিস্তৃত সবুজ মাঠ, দীর্ঘ ও প্রসারিত মনোরোম লেক ভিউ, প্রাকৃতিক উদ্যান এবং চমৎকার
ওয়াকওয়ে আপনার দিনটাকে বিমোহিত করে দিতে পারে।খোলা মাঠ আর সবুজের সমারোহ ছাড়াও ঠিক লেকের পাশ দিয়েই রয়েছে একটি সুন্দর ওয়াকওয়ে।চাইলেই বোট নিয়ে ঘুরতে পারবেন।
এ ভ্রমণের সঙ্গ হিসেবে বন্ধুবান্ধব কিংবা পরিবার সাথে থাকলে তো কথাই নাই।বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা ও কিছু রাইড।
বলা হয়ে থাকে, এটি বাংলাদেশের অন্যতম পরিস্কার পরিচ্ছন্ন পার্ক।কারণ,যেখানে রয়েছে সেনাবাহিনীর হাত তা তো পরিচ্ছন্ন হতেই হবে।
সাধারণের জন্য পার্কে প্রবেশ ফি ১০০ টাকা। তবে সামরিকদের জন্য ২০ টাকা।
এখন প্রশ্ন হচ্ছে যাবেন কিভাবে?
কুড়িল বিশ্বরোড থেকে বিআরটিসি বাসে জনপ্রতি
৩০ টাকা ভাড়ায় একদম জলসিড়ি আবাসন প্রকল্পের কাছে নামতে পারবেন। তারপর ওখান থেকে অটোরিক্সা নিলে জনপ্রতি ২০/৩০ টাকা নিবে।
নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং খাবার দাবার এর জন্য আসে পাশে তেমন কিছু নেই তবে পার্ক এর ভেতরে রেস্তোরাঁ আছে।
সবমিলিয়ে পার্কের মনোরোম সৌন্দর্য ও চারপাশ আপনার দিনটাকে সুন্দর করে তুলবে।
জলসিড়ি সেন্ট্রাল পার্ক খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd