এ সপ্তাহের মধ্যেই রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম চালু হবে বলে জানিয়েছে জনপ্রিয় সাইট টুইটার।এখানে কনটেন্ট নির্মাতাদের জন্য থাকছে সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ।নতুন এ উদ্যোগের আওতায় যেসব কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হবে, সেগুলো থেকে আয়ের নির্দিষ্ট অংশ দেওয়া হবে টুইটার ব্যবহারকারীদের।
ফলোয়ার বা অনুসারীর সংখ্যা যত বেশি তত বেশি বিজ্ঞাপনের আয়ের অংশ পাওয়া যাবে।তবে প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে টুইটারের নীল বা ব্লু টিক ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।
কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলার খরচ করে ব্লু টিক সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যুক্ত করতে খরচ হয় ১১ ডলার। তবে এখনো সব দেশে নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।
গত সপ্তাহে মেটার থ্রেডস অ্যাপ উন্মুক্তের পর বেশ চাপে আছে টুইটার।কারণ,টুইটারের আদলে তৈরি অ্যাপটিতে এক সপ্তাহের মধ্যেই ১০ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন।আর ঠিক এসময়ে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগ করার প্রোগ্রাম চালু করতে যাচ্ছে টুইটার।
সূত্র: দ্য ভার্জ
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd