তিন দশক পর সদ্য মুক্তি পাওয়া এক হিন্দি সিরিজে তাঁকে দেখা গেছে চুম্বনের দৃশ্যে। তাই নিয়ে সরগরম নেটিজেনরা। তিনি আর কেউ নন, প্রিয় অভিনেত্রী কাজল। ২৯ বছর পর নিজের নিয়ম ভেঙে চুম্বনের দৃশ্যে কাজল কে দেখে নড়েচড়ে বসেছেন তার ভক্তরা।
জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর প্রেরণায় তৈরি হয়েছে সদ্য মুক্তি পাওয়া হিন্দি সিরিজ ‘দ্য ট্রায়াল’। এর অন্যতম প্রধান চরিত্রে নায়িকা হিসেবে পর্দায় দেখা গেছে কাজলকে। এই সিরিজের দুই পর্বে দুটি চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে কাজলকে। একটি দৃশ্যে তাঁর সহশিল্পী হলেন পশ্চিমবঙ্গের নামকড়া অভিনেতা যীশু সেনগুপ্ত, অন্যটিতে আরেক তুখোড় অভিনেতা আলী খান।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd