রাজধানী ঢাকার কল্যাণপুরে তৃতীয় লিঙ্গের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকের মোবাইল ফোন চুরির অভিযোগে তাঁকে আটক করা হয়।
শনিবার (১৫জুলাই) সন্ধ্যায় শাহীন নামের ছদ্মবেশী চোরকে পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সাংবাদিকদের জানান, শাহীন নামের ব্যাক্তিটি "তৃতীয় লিঙ্গের" একজন সেজে গত শুক্রবার কল্যাণপুরে একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে তরিকুল ইসলাম নামের একজন চিকিৎসক রয়েছেন। শাহীন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করার পর ডাক্তার তরিকুল ইসলাম তার মোবাইল ফোন খুঁজে পাচ্ছিলেন না। তিনি এ ঘটনায় মিরপুর থানায় অভিযোগ করেন।
হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে ঘটনার সত্যতা পায় পুলিশ। ওসি মোহাম্মদ মহসিন জানান, রবিবার শাহীনকে আদালতে পাঠানো হবে। তিনি "তৃতীয় লিঙ্গের" ব্যাক্তি নন। এর আগেও তিনি "তৃতীয় লিঙ্গের" ব্যাক্তি সেজে চুরি করেছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd