জেসমিন মালিকা ও লাইলা লিনা জাপানি বংশোদ্ভূত দুই শিশু থাকবে মায়ের জিম্মায়। বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন আপিল আদালত। এর ফলে বাবা ইমরান শরিফের আপিল আবেদন খারিজ হয়ে গেল।
১৬ জুলাই রোববার ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়া এ আদেশ দেন। জাপানি চিকিৎসক নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশির মনির বলেন, ‘দুই শিশুর বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে মায়ের পক্ষে রায় দিয়েছেন আদালত।’
গত ১ ফেব্রুয়ারি দুই শিশুর বাবা ইমরান শরীফের পক্ষে একই আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করেন তার আইনজীবী। গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ বিষয়ে রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেন, ‘মায়ের জিম্মায় থাকবে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। একইসঙ্গে মেয়েদের নিয়ে জাপান যেতে পারবেন তাদের মা নাকানো এরিকো।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd