মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের। জানা যায়, নিখোঁজের ছয়দিন পর যুবকের মরদেহ উদ্ধার হলো।
নিহতের ভাই সেলিম মিয়ার অভিযোগ – এটি হত্যা। বলেন, আমার ভাই হেলিম প্রতিবন্ধী ছিল, তার একটি হাত নেই। পাওনা টাকা দাবি করায় দুই দালাল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।
তিনি গণমাধ্যমকর্মীকে আরও জানান, আলমগীর ও জাহাঙ্গীর নামের এলাকার দুই দালাল আমাকে ইতালি পাঠানোর কথা বলে এপ্রিলে সাড়ে ৬ লাখ টাকা নেয়। পরবর্তীতে তারা আমাকে লিবিয়া পাঠালেও আমি সেখান থেকে ফেরত আসি। আমি দেশে ফেরত এসে তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা আমাকে হুমকি দেয়। ৯ জুলাই তারা আমার ভাইকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আমার ভাই নিখোঁজ।
এ বিষয়ে তিনি ভৈরব থানায় জিডি করেছেন। জিডি করার ছয়দিন পর তার মরদেহ খুঁজে পেল পুলিশ। নিহতের ভাই সেলিম মিয়া বলেন, এ ব্যাপারে তিনি থানায় হত্যা মামলা করবেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd