আজ রবিবার (১৬জুলাই) ভোরে মাদারীপুরের ডাসার উপজেলায় পৃথক দুটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপার ও মেলকাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী দুইজনের মধ্যে একজন হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কাড় এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান(৩০)। মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান ভোর চারটার দিকে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে হাফিজুল রহমান ভোর পাঁচটার দিকে একই মহাসড়কে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
হাইওয়ে পুলিশের কাছ থেকে জানা যায়, ট্রাক দুটি দুর্ঘটনার পরেই পালিয়ে যায়। পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে আবার সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সকাল সাতটার দিকে আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত আরোহীকে গুরতর অবস্থায় বরিশালের শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd