
প্রতিভাবান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। তার অভিনীত “কারাগার” ও “হাওয়া” মুক্তির পর ভারতের পশ্চিমবঙ্গে তিনি দর্শকদের কাছে কয়েকগুণ বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে তিনি সৃজিত মুখার্জির “পদাতিক” সিনেমায় কাজ করেছেন। মুক্তির অপেক্ষারত সিনেমাটি।
নতুন খবর হলো বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে কলকাতার ওয়েব সিরিজ “গণদেবতায়”। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের “গণদেবতা” ও “পঞ্চগ্রাম” উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করবেন কমলেশ্বর মুখোপাধ্যায় ।
সিরিজটির মুখ্য চরিত্র দেবনাথ ঘোষ বা দেবু চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের সঙ্গে দুর্গা চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী অরুণিমা ঘোষকে। জানা যায়, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু হতে পারে। তবে কোন প্লাটফর্মে সিরিজটি প্রকাশ পাবে টা এখনো নিশ্চিত করা হয় নি।