খুলনা নগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে আজ ‘তারুণ্যের সমাবেশ’ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। একে একে চট্টগ্রাম, বগুড়া, বরিশাল ও সিলেটে সমাবেশ শেষে খুলনায় পঞ্চম সমাবেশ হতে যাচ্ছে খুলনায়। আগামী ২২ জুলাই রাজধানী ঢাকায় সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে। এদিকে সমাবেশকে ঘিরে আগের রাতেই সমাবেশস্থলে হাজির হয়েছেন অনেকে। নেতা-কর্মীরা সমাবেশস্থলের আশেপাশের রাস্তা ও ফুটপাতে প্লাস্টিকের বস্তা-পাটি পেতে ঘুমিয়েছেন। সকালেও অনেককে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য প্রদান করবেন। নির্দলীয়–নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ বিভিন্ন দাবিতে অধিকার আদায়ে এই ‘তারুণ্যের সমাবেশ’ করা হচ্ছে বলে জানায় বি এন পি’র সহযোগী তিন সংগঠন।