চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার আজ ভোটগ্রহণ চলছিল। প্রায় সব কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারমধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। বেলা সাড়ে ১১ টার দিকে ছেঙ্গারচর পৌরসভার ১ নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিল প্রার্থীর কর্মীদের মাঝে সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ১ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সবুজ ও সোলাইমান ফরাজি রতনের কর্মীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। তবে তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর প্রায় ২০ মিনিট পর পুনরায় ভোট গ্রহন শুরু হয়।
ভোটাররা জানায়, ইভিএমে ভোটগ্রহনের ফলে ভোট দিতে বিলম্ব হচ্ছে । চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ গণমাধ্যমকর্মীকে জানান, চাঁদপুরের ছেঙ্গারচর নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ বিরাজমান। একটি কেন্দ্রে উত্তেজক পরিবেশ সৃষ্টি হলে তাৎক্ষণিক পুলিশ স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনেন। তিনি বলেন, যারা নির্বাচনে বিঘ্ন তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।