ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জি কে শামীমের সাজার রায় প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ১৬৬৭ বার পড়া হয়েছে

মানিলন্ডারিং আইনে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে মামলার রায় প্রকাশ করেছেন আদালত।  জি কে শামীমকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি সাত আসামির প্রত্যেককে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১৭জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত- ১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষনা করেন। কারাদন্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে মোটাঅঙ্কের অর্থদন্ড দিয়েছে আদালত। তাদের প্রত্যেককে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আগামী ৬০ কার্যদিসের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাদের আরও বাড়তি এক বছর সাজা খাটতে হবে। রায়ে চার বছর করে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘অস্ত্র ও টেন্ডারবাজ ও অর্থপাচারকারীদের কোনও আদর্শ নেই। তারা কোনও আদর্শকে লালন করে না। তবে আদর্শকে ব্যবহার করে রাতারাতিভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তারা দেশ ও জাতির শত্রু। দেশের চলমান উন্নয়ন ও জাতীয় স্বার্থে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জি কে শামীমের সাজার রায় প্রকাশ

আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

মানিলন্ডারিং আইনে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে মামলার রায় প্রকাশ করেছেন আদালত।  জি কে শামীমকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি সাত আসামির প্রত্যেককে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১৭জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত- ১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষনা করেন। কারাদন্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে মোটাঅঙ্কের অর্থদন্ড দিয়েছে আদালত। তাদের প্রত্যেককে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আগামী ৬০ কার্যদিসের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাদের আরও বাড়তি এক বছর সাজা খাটতে হবে। রায়ে চার বছর করে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘অস্ত্র ও টেন্ডারবাজ ও অর্থপাচারকারীদের কোনও আদর্শ নেই। তারা কোনও আদর্শকে লালন করে না। তবে আদর্শকে ব্যবহার করে রাতারাতিভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তারা দেশ ও জাতির শত্রু। দেশের চলমান উন্নয়ন ও জাতীয় স্বার্থে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’