রাজধানীর গুরুত্বপূর্ণ ও অভিজাত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকায় চলছে ভোট উৎসব। আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। কাগজের ব্যালটে ভোট হচ্ছে। মোট ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার সংখ্যা ঢাকা ১৭ আসনের। বি এন পি বিহীন এই উপনির্বাচনে অংশ নিয়েছেন মোট আট জন প্রার্থী । ভোট গ্রহণ চলছে ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে।
ঢাকা ১৭ আসনে বাড়তি কোন চ্যালেঞ্জ নেই বলে গতকাল সাংবাদিকদের জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।