সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ – দ্য ট্রায়াল: প্যায়ার, কানুন, ধোঁকা। মুক্তির আগেই টানটান উত্তেজনা ছিল এই সিরিজটি নিয়ে। প্রচার প্রচারণায় ছিল ভিন্নতা। কাস্টিং লাইনও বেশ ভালো জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর আদলে নির্মিত সিরিজ ‘দ্য ট্রায়াল’ এর। বলিউড দাপিয়ে বেড়ানো অভিনেত্রী কাজল ও প্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ও আলী খানের সাথে দেখা গিয়েছে অভিনেত্রী শিবা চাড্ডা কে।
সুপর্ণ ভার্মা পরিচালিত এই সিরিজে তাঁকে ‘মালিনী’ চরিত্রে দেখা গেছে। ২৫ বছর ধরে হিন্দি ছবিতে কাজ করছেন তুখোড় এই অভিনেত্রী। সিরিজের দুই মূল চরিত্র কাজল ও যীশু সেনগুপ্তর সঙ্গে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত শিবা।