১৪ দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জোট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আগামী জাতীয় নির্বাচনের আগে ১৪ দলের কর্মকাণ্ডকে আরো গতিশীল করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। জোট সূত্র বলছে, বৈঠকে বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের এক দফা আন্দোলন মোকাবিলায় করনীয় সম্পর্কে আলোচনা করা হবে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্য নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে আন্তর্জাতিক মহলের তৎপরতা নিয়েও আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামীলীগের নীতনির্ধারক কয়েকজন নেতা বৈঠকে উপস্থিত থাকবেন। জানা যায়, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনজীবনের সংকট মোকাবিলায় জোটের কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। সার্বিক পরিস্থতিতে জোটের করনীয় কি, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিকদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ। সেই বৈঠকও হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর।