
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কৃষ্ণসাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। যার ফলে বিশ্বজুড়ে বেড়ে যায় খাদ্যের দাম, দেখা দেয় খাদ্য সংকট। বিশেষ করে দরিদ্রদেশগুলোতে এই সমস্যা ব্যাপক আকার ধারন করে।
পরবর্তীতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দেশ দুইটি সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়। এত দিন ধরে ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি করে আসছে। এবার রাশিয়া এই চুক্তি ভঙ্গ করলো।
আশঙ্কা করা হচ্ছে যে, বিশ্বজুড়ে ফের খাদ্য সংকট বাড়তে পারে।
গতবছর ওই চুক্তির পর বেশ কয়েকবার নবায়ন করা হয়। সোমবার(১৭জুলাই) বিকেল পর্যন্ত এর সর্বশেষ মেয়াদ ছিল। রাশিয়া বেশ কিছু কারণ উল্লেখ করে চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শস্য চুক্তির অধীনে ৩ কোটি ২০ লাখ মেট্রিক টন ভুট্টা, গম ও অন্যান্য শস্য ইউক্রেন রপ্তানি করেছে। শেষ জাহাজটি রোববার ইউক্রেন ছাড়ে।
শস্য চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণাটি এমন সময় সামনে এল যখন ক্রিমিয়া সেতুতে দুইটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানা যায়।