মানি লন্ডারিং তথা অর্থ পাচার আইনের মামলায় ঠিকাদার জি কে শামীমসহ আটজনের মামলার রায় আজ সোমবার (১৭ জুলাই) ঘোষনা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত - ১০ - এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই মামলার রায় ঘোষণা করবেন। জি কে শামীম যুবলীগের কথিত ও আলোচিত একজন নেতা ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম। গত ২৫শে জুন এ মামলার রায় ঘোষণার জন্য বরাদ্দ থাকলেও সেদিন আসামি পক্ষ অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য আবেদন করেন। এরপর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার রায় ঘোষনার নতুন দিন ধার্য করেন ১৭ জুলাই।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়। এরপর জি কে শামীমের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে তিনটি মামলা করে। অস্ত্র আইনের মামলা নম্বর ২৮(০৯)১৯, মানি লন্ডারিং আইনের মামলা নম্বর ২৯(৯)১৯ ও মাদক আইনের মামলা নম্বর ৩০(৯)১৯। মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd