দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ-নদীর পানি দ্রুত কমছে। গতকাল রবিবার বিকেলে সব নদীর পানিই ছিল বিপৎসীমার নিচে। এতে কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। পানি নামার সঙ্গে এখন ক্ষয়ক্ষতির চিত্রও স্পষ্ট হয়ে উঠছে।
জেলা প্রশাসন সূত্রে, জেলার ৩৮ হাজার ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ৪৪টি স্কুলের মাঠে ও শ্রেণিকক্ষে পানি ঢুকেছে বলেও জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রামের এক হাজার ৪০০ হেক্টর বীজতলা ও ফসলের ক্ষেত।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমছে, যা আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। জানা গেছে, উত্তরাঞ্চলের সব নদীর পানিই এখন বিপদসীমার নিচে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd