আজ সোমবার (১৭ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনকারী দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ই কে ৫৮৪-এ যৌথ অভিযান চালিয়ে ঢাকা কাস্টম হাউজ এবং অন্যান্য সংস্থা ২৬ কেজি ‘স্বর্ণ পেস্ট’ উদ্ধার করে। উদ্ধারকৃত ‘স্বর্ণ পেস্ট’ এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ পেস্টগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা সরোয়ার কবির ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd