ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এখনো শাকিব খানের বৈধ স্ত্রী অপু বিশ্বাস!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ১৮২০ বার পড়া হয়েছে

শাকিব খান ঢালিউডের কিং খান ও সুপারস্টার নামে পরিচিত। শাকিব খান ও অপু বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন এই দুই তারকার সম্পর্কের নতুন খবর দিলেন। যিনি এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি মামুণুজ্জামান মামুন তার ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এখনো “শাকিবের বৈধ বউ” বলে দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন যে শাকিব-অপুর এখনো ডিভোর্স হয় নি। মামুন তার স্ট্যাটাস লিখেছেন, ‘বাংলাদেশে গত দুইদিন যাবত শাকিব ভাই ও অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় তুমুল কাণ্ড শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে, এত দুর থেকে শাকিব ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব খান তার সন্তানকে দুরে রাখবে সেটা কি হয়?

অপু বিশ্বাস দিদি শাকিব ভাইয়ের সঙ্গে ৯ বছর সংসার করেছে। শাকিব ভাইয়ের বাবা-মা বউ হিসাবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসাবে জয়কে মানে। এর বাহিরে তারা কিছু মানতে নারাজ।’ এরপর তিনি লেখেন, ‘এখন একজন মানুষ লোক দেখানো মায়াকান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইয়ের বাসায় তার বাবা-মায়ের সঙ্গে সংসার করছে? শাকিব ভাইয়ের অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে? গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে। আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছেড়েছে। অপু বিশ্বাস এখনো তার বৈধ স্ত্রী। এখনো সারা দেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। ১০ জন যেদিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেদিকে থাকে।’ মামুন তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘একজন বউ দাবি করে, তার কাবিননামা তো আজঅব্দি কোনো সাংবাদিক ভাইকে দেখাতে পারল না। অপু বিশ্বাসের কাবিননামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। অপু বিশ্বাস এখনো শাকিব খান ভাইয়ের বৈধ বউ। ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুইজনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, শাকিব ভাইয়ের পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’ অন্যদিকে, গনমাধ্যমে শাকিব-অপুকে নিয়ে বেশ গুঞ্জন চলছে। কেননা, যুক্তরাষ্ট্রে শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান জয়কে নিয়ে একসাথে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাদের বিভিন্ন স্থানে একসাথে সময় কাটাতে দেখা যাচ্ছে। ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পরই নেটিজেনরা নানারকম মন্তব্যের ঝড় তুলেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনো শাকিব খানের বৈধ স্ত্রী অপু বিশ্বাস!

আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

শাকিব খান ঢালিউডের কিং খান ও সুপারস্টার নামে পরিচিত। শাকিব খান ও অপু বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন এই দুই তারকার সম্পর্কের নতুন খবর দিলেন। যিনি এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি মামুণুজ্জামান মামুন তার ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এখনো “শাকিবের বৈধ বউ” বলে দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন যে শাকিব-অপুর এখনো ডিভোর্স হয় নি। মামুন তার স্ট্যাটাস লিখেছেন, ‘বাংলাদেশে গত দুইদিন যাবত শাকিব ভাই ও অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় তুমুল কাণ্ড শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে, এত দুর থেকে শাকিব ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব খান তার সন্তানকে দুরে রাখবে সেটা কি হয়?

অপু বিশ্বাস দিদি শাকিব ভাইয়ের সঙ্গে ৯ বছর সংসার করেছে। শাকিব ভাইয়ের বাবা-মা বউ হিসাবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসাবে জয়কে মানে। এর বাহিরে তারা কিছু মানতে নারাজ।’ এরপর তিনি লেখেন, ‘এখন একজন মানুষ লোক দেখানো মায়াকান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইয়ের বাসায় তার বাবা-মায়ের সঙ্গে সংসার করছে? শাকিব ভাইয়ের অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে? গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে। আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছেড়েছে। অপু বিশ্বাস এখনো তার বৈধ স্ত্রী। এখনো সারা দেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। ১০ জন যেদিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেদিকে থাকে।’ মামুন তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘একজন বউ দাবি করে, তার কাবিননামা তো আজঅব্দি কোনো সাংবাদিক ভাইকে দেখাতে পারল না। অপু বিশ্বাসের কাবিননামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। অপু বিশ্বাস এখনো শাকিব খান ভাইয়ের বৈধ বউ। ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুইজনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, শাকিব ভাইয়ের পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’ অন্যদিকে, গনমাধ্যমে শাকিব-অপুকে নিয়ে বেশ গুঞ্জন চলছে। কেননা, যুক্তরাষ্ট্রে শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান জয়কে নিয়ে একসাথে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাদের বিভিন্ন স্থানে একসাথে সময় কাটাতে দেখা যাচ্ছে। ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পরই নেটিজেনরা নানারকম মন্তব্যের ঝড় তুলেছে।