
আওয়ামী লীগে সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ সময় নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেন তিনি । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে।
উল্লেখ্য, সোমবার ভোটগ্রহণ চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গেলে হিরো আলমের ওপর হামলা হয়। তাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়।