রাজধানীর খিলগাঁও থানার গোরান এলাকা থেকে অপু দাস নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সকাল ১০ টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।