রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচরে চার বছরের শিশু সালমানকে অপহরনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। জানা যায়, শিশু সালমানকে ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যায় অপহরণকারীরা। এসময় শিশুটির বাবা মাওলানা ইমদাদুল্লাহ হজ্জে ছিলেন। এ সুযোগ কাজে লাগায় অপহরণকারীরা এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। ১৫ জুলাই শনিবার মমিনবাগ এলাকা থেকে ট্রেন
দেখানোর কথা বলে শিশু সালমানকে নিয়ে চট্টগ্রাম চলে যায় তিনজন অপহরণকারী। ১৬ জুলাই রবিবার এক ব্যাক্তি অজ্ঞাত পরিচয়ে সালমানের পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে সালমানের পরিবার পুলিশ ও র্যাব কে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। তারপর র্যাব চট্টগ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে এবং দুইজন হাতছাড়া হয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত দুইজন হলো মো. শাফায়েত হোসেন আবির ও মো. আল আমিন। এ ঘটনায় জড়িত আরও দুইজনের নাম হলো হেলাল ও আইয়ুব। ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি জানান, শিশু সালমানকে চট্টগ্রাম মহানগর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করে র্যাব-১০।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd