প্রতিনিয়ত হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। প্রতিদিন মৃতের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালটিতে রয়েছে ৫০০ শয্যা। অথচ সেখানে ভর্তি আছেন ১ হাজার ২০৯ জন। এর মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যাই হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ছাড়িয়ে গেছে। ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া ৫৪০ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ৪১৭ জন এবং শিশু ১২৩টি। তাদের সাথে থাকছে তাদের আত্মীয় স্বজন। শিশুদের সাথে থাকতে হচ্ছে তাদের পিতা মাতা কে। ফলে পা ফেলার জায়গা থাকছে না কক্ষে। পরিবেশ দূর্বিসহ হয়ে উঠছে হাসপাতালের।
বিপুল রোগীর চাপ সামলাতে চিকিৎসক আর নার্সরা হিমশিম খাচ্ছেন। মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। বাড়তি রোগীর চাপ সামলানোর জন্য চারটি তলায় সুবিধামতো জায়গায় ডেঙ্গু রোগীদের শয্যা পাতা হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd