কানাডার উত্তর আমেরিকা অঞ্চলের আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। শত শত দলকর্মী কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার(১৭জুলাই) উত্তর আমেরিকায় দাবানলের ভয়াবহতা লক্ষ্য করা যায়। বহু শহর আগুনে পুড়ে গেছে। এরমধ্যে কানাডাজুড়ে ৮৮৩ টি দাবানল সক্রিয় রয়েছে। ৫৮০ টি দাবানলকে নিয়ন্ত্রণের বাইরে বলে বিবেচনা করা হয়েছে। এগুলোর মধ্যে ১৫টি নতুন দাবানল যুক্ত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার টুইট করে জানিয়েছেন, উত্তর-পশ্চিম অঞ্চলের খবরে আমি অবিশ্বাস্যভাবে দুঃখিত কারণ দাবানলের বিরুদ্ধে লড়তে গিয়ে আরও একজন দমকল কর্মী প্রাণ হারিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ব্রিটিশ কলম্বিয়ায় ১৯ বছর বয়সী একজন দমকল কর্মীর মৃত্যু হয়। কানাডিয়ান সশস্ত্র বাহিনী ও কানাডিয়ান কোস্ট গার্ডকে অগ্নিনির্বাপন প্রচেষ্টাকে সহায়তা করার জন্যে সক্রিয় করা হচ্ছে। দক্ষিণ কলম্বিয়া দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। এই অঞ্চলে এখনো ৩৭৩ জায়গায় দাবানল সক্রিয় রয়েছে। আরও ১০৮ টি স্থানে দাবানল দেখা গেছে
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd