ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ আজ সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পুরো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
সোমবার ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি করেন। ঢাকা-১৭ আসনে ভোট কম পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে।’
মো. আলমগীর বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি ১০/১৫টা কেন্দ্র পরিদর্শন করেছি সকাল ৮টা থেকে ১১টার মধ্যে। সব কেন্দ্র শান্তিপূর্ণ দেখেছি। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। ঢাকার বাইরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানেও সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটেনি।’
একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে, এতে কি ভোট সুষ্ঠু বলতে পারি– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। একটি কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না ভোট সুষ্ঠু হয়নি।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd