ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতারাই হিরো আলমের হামলাকারী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ১৬৫৯ বার পড়া হয়েছে

গত সোমবার(১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে ভোট চলাকালীন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, হিরো আলমের ওপর হওয়া হামলার নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা শেখ মেহেদী হাসানের অনুসারীরা। তিনি ছাত্রলীগের থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বনানী থানার শীর্ষ পদপ্রত্যাশী। মেহেদী হাসানের লোকজন দ্বারাই এই হামলার ঘটনাটি ঘটেছে। হামলাকারীদের সঙ্গে মেহেদী হাসানের সার্বক্ষণিক মোবাইলে যোগাযোগের তথ্যও পেয়েছে পুলিশ। উক্ত ঘটনায় মেহেদী হাসানকে কিছুক্ষণের জন্য পুলিশ হেফাজতে নেয়া হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়। গ্রেফতারকৃত সাতজনের মধ্যে দুইজনকে তিনদিন করে রিমান্ডে নিয়েছেন পুলিশ। অন্যদিকে বাকি পাঁচ জনকে আদালতে পাঠানো হয়েছে। তারা সবাই ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র ও বনানীর কড়াইল এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার আশিক সরকার ঢাকা মহানগর উত্তর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ও মাহমুদুল হাসান বনানী থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। বিপ্লব হোসেন বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে আটক সাতজনকে হিরো আলমের ব্যাক্তিগত সহকারীর করা মামলায় গ্রেফতার করা হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নেতারাই হিরো আলমের হামলাকারী

আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

গত সোমবার(১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে ভোট চলাকালীন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, হিরো আলমের ওপর হওয়া হামলার নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা শেখ মেহেদী হাসানের অনুসারীরা। তিনি ছাত্রলীগের থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বনানী থানার শীর্ষ পদপ্রত্যাশী। মেহেদী হাসানের লোকজন দ্বারাই এই হামলার ঘটনাটি ঘটেছে। হামলাকারীদের সঙ্গে মেহেদী হাসানের সার্বক্ষণিক মোবাইলে যোগাযোগের তথ্যও পেয়েছে পুলিশ। উক্ত ঘটনায় মেহেদী হাসানকে কিছুক্ষণের জন্য পুলিশ হেফাজতে নেয়া হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়। গ্রেফতারকৃত সাতজনের মধ্যে দুইজনকে তিনদিন করে রিমান্ডে নিয়েছেন পুলিশ। অন্যদিকে বাকি পাঁচ জনকে আদালতে পাঠানো হয়েছে। তারা সবাই ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র ও বনানীর কড়াইল এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার আশিক সরকার ঢাকা মহানগর উত্তর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ও মাহমুদুল হাসান বনানী থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। বিপ্লব হোসেন বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে আটক সাতজনকে হিরো আলমের ব্যাক্তিগত সহকারীর করা মামলায় গ্রেফতার করা হয়।