জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা আবদুস সালাম বাহাদুর খুন হয়েছেন। এই খুনের মামলায় গ্রেফতার মা ও মেয়েকে পাঁচ দিন রিমান্ডে রাখার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার(১৯জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সালাম খুনের মামলায় মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে মা ও মেয়েকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
গত ১৫ জুলাই দিবাগত রাত ১২টায় রাজধানীর কলেজ গেট এলাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে সালাম বাহাদুরের (৫২) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যাক্তির ভাই আবদুল করিম খলিফা শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিগত সহায়তায় মানিকগঞ্জে অভিযান চালিয়ে সালাম বাহাদুরের কথিত বান্ধবী ও তার মাকে গ্রেফতার করেন।