সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে আজ।
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু হয়। বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড ও রামপুরা টিভি ভবন হয়ে পদযাত্রাটি যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। বেলা সোয়া ১১ টার দিকে আব্দুল্লাহপুর থেকে এ পদযাত্রা শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন।
বুধবার (১৯জুলাই) দুপুর ১২ টার দিকে রামপুরা ব্রিজের পাশে বনশ্রী সড়কের প্রবেশমুখে দেখা যায়, বিএনপির পদযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি দেখা গেছে পুলিশের ওয়াটার ক্যানন এপিসি গাড়ি। পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও বিএনপির সমমনা দল ও জোটগুলো পদযাত্রা কর্মসূচিতে অংশ নিবে বলে জানা গেছে।