ঈদুল আজহায় মুক্তি প্রাপ্ত রায়হান রাফি নির্মিত সিনেমা সুড়ঙ্গ এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের ময়দানে নামছে। নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে দেখা যাচ্ছে সুড়ঙ্গের ট্রেলার।
বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ট্রেলার টাইমস স্কয়ারে প্রদর্শিত হলো। বুধবার (১৯জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি এমন একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের কেন্দ্রস্থল ম্যানহাটনে অবস্থিত টাইমস স্কয়ার সড়ক চত্বরের একটি বিলবোর্ডে চলছে সুড়ঙ্গ সিনেমার ট্রেইলার।
জানা গেছে, ট্রেলারটি প্রতি ঘন্টায় ৪বার করে রাত ১১ টা পর্যন্ত চলবে। অপরদিকে ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জনপ্রিয় এই সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি ঘিরে পশ্চিমবঙ্গেও দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছাস উন্মাদনা তৈরি হয়েছে।
নিউইয়র্কে ও লস এঞ্জেলসে মুক্তি পাচ্ছে নিশো – তমা জুটির এই সিনেমা। বায়স্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে (প্রতিদিন চারটি শো) এবং লস অ্যাঞ্জেলসের লিমলে নর্থ হলিউড-৭ প্রেক্ষাগৃহে (প্রতিদিন দুটি শো) প্রদর্শিত হবে ছবিটি।