
বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৮ জুলাই) পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ জুলাই মহররম মাস ও আরবি নতুন বছর ১৪৪৫ হিজরি শুরু হবে। তাই আগামী ২৯ জুলাই (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।