প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে অনৈতিক সুবিধা আদায় চেষ্টার ঘটনায় চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এরশাদ হোসেন (৩৪)। মঙ্গলবার তাঁকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার নগরীর মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরাধীর বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ভুক্তভোগী নারী স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।