
শিঘ্রই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচন কমিশন (ইসি) এ ঘোষণা দিবে বলে মন্ত্রী জানান।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি রাস্তায় নেমেছে, কারণ তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়। বিদেশি বা কারও উপদেশ-নির্দেশে আমরা চলব না। আমাদের নিজেদের সংবিধান আছে আমরা সে সংবিধানকে নিয়েই চলবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন। মন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা অন্ধকারময় বাংলাদেশ দেখেছি। যেখান থেকে আলোর পথে নিয়ে এসেছেন শেখ হাসিনা। সেই অন্ধকার আর দেখতে চাই না।