![](https://banglapressbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ঘটে এক ভয়াবহ দূর্ঘটনা। এনডিটিভির খবর অনুযায়ী জানা গেছে, ৩ বছর বয়সী একটি শিশু তার এক বছর বয়সী বোনকে গুলি করে হত্যা করেছে।
সোমবার সকালে হ্যান্ডগান দিয়ে বোনকে গুলি করার পর ওই শিশুটি স্থানীয় পুলিশে ফোন করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় তার বাসা রক্তে রঞ্জিত। পরে মাথায় আহত অবস্থায় উদ্ধার করে এক বছরের কন্যাশিশুকে।
পুলিশ জানতে পারে বাড়িতে তিন বছর বয়সী শিশুটি একটি অনিরাপদ হ্যান্ডগান হাতে পেয়ে যায়। তা দিয়ে সে গুলি করে বোনকে। আহত শিশুকে পালোমার হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু কিছুক্ষণ পরে সে মারা যায়।