তীব্র তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের চারপাশে ছড়িয়ে পড়েছে দুটি ভয়াবহ দাবানল। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে। মূলত ভূমধ্যসাগরীয় তাপপ্রবাহের প্রভাবেই এ দাবানল সৃষ্টি হয়। গ্রিসে এই দাবানলে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় লোকজনকে। প্রায় ১২০০ শিশুকে সামার ক্যাম্প থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে রাজধানীর দক্ষিণ-পূর্বের কাউভারাসে ছড়িয়ে পড়েছে আরেকটি দাবানল। আগুন নেভাতে কাজ করছে ১৫০টি দমকল বাহিনী।দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd