মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে ২টি কমিটি গঠন করা হবে বলে মত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। এসব কমিটি আগস্টের শেষ দিকে গঠন করা হবে।
বুধবার (১৯ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। আগামীকাল বৃহস্পতিবার মহররমের ছুটি থাকবে। আগামী রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd