বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে বগুড়া জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮জুলাই) দিবাগত রাত তিনটার পর তাদের নিজ নিজ বাসা থেকে আটক করেন ডিবি পুলিশ। জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, রাত সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজকাজি লেনের বাসা থেকে আলী আজগর তালুকদার হেনাকে ডিবি পুলিশের একটি দল আটক করে। তিনি আরও জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে পুলিশের আরেকটি দল আটক করে নিয়ে যায়।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, তাদের সুনির্দিষ্ট তিনটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, সদর ফাঁড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের উপর তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলার ওপর ভিত্তি করেই তাদের গ্রেফতার করা হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd