ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কোনো অন্যায় চাপের কাছে মাথা নত করবেন না

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • ১৭৩২ বার পড়া হয়েছে

বুধবার (১৯জুলাই) রাতে ১৪ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যে যারা এ দেশের নির্বাচন নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে, তাদের আসল উদ্দেশ্য গ্রহণযোগ্য নির্বাচন নয়। তারা মূলত অর্থনৈতিক ও সামরিক উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে। কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। তিনি খুন হয়েছেন, আমিও হতে পারি। যা হয় হবে, কিন্তু আমি কোনো অন্যায় চাপের কাছে মাথা নত করব না।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উক্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪ দল সম্প্রসারন না করে সরকারের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন রাজনৈতিক জোটকে মাঠে নামানোর বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পরাশক্তিগুলোর তৎপরতার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘পরাশক্তিগুলোর সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাদের নানা পরামর্শও আমরা গ্রহণ করে থাকি। কিন্তু দেশবিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে তা আমরা মানব না।’

প্রায় ১৬ মাস পর ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও মহাসচিব সৈয়দ রেজাউল হক, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী কোনো অন্যায় চাপের কাছে মাথা নত করবেন না

আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

বুধবার (১৯জুলাই) রাতে ১৪ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যে যারা এ দেশের নির্বাচন নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে, তাদের আসল উদ্দেশ্য গ্রহণযোগ্য নির্বাচন নয়। তারা মূলত অর্থনৈতিক ও সামরিক উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে। কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। তিনি খুন হয়েছেন, আমিও হতে পারি। যা হয় হবে, কিন্তু আমি কোনো অন্যায় চাপের কাছে মাথা নত করব না।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উক্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪ দল সম্প্রসারন না করে সরকারের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন রাজনৈতিক জোটকে মাঠে নামানোর বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পরাশক্তিগুলোর তৎপরতার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘পরাশক্তিগুলোর সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাদের নানা পরামর্শও আমরা গ্রহণ করে থাকি। কিন্তু দেশবিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে তা আমরা মানব না।’

প্রায় ১৬ মাস পর ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও মহাসচিব সৈয়দ রেজাউল হক, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।