রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে বিএনপিসহ বিরোধী দলগুলো আজ বৃহস্পতিবার শোকমিছিলের ঘোষনা দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল বুধবার (১৯জুলাই) বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশে শোকমিছিল কর্মসূচির ঘোষনা দেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ।