হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘বার্বি’ তে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া। ২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে হলিউডের এই বহুল প্রতীক্ষিত সিনেমা।
বাংলাদেশি দর্শকদের কাছে অন্যরকম আবেদন নিয়ে আসছে ‘বার্বি’! কারণ, এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমজান মিয়া। তার হলিউড সিনেমায় কাজ করা নিয়ে বাংলাদেশি দর্শকের মাঝে চলছে উন্মাদনা!
“বার্বি” সিনেমা মুক্তি উপলক্ষ্যে আজ সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালীস্থ এসকেএস টাওয়ার শাখায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘বার্বি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশি এই অভিনেতা। তবে অনেকের প্রশ্ন, কে এই রমজান?
‘বার্বি’তে অভিনয় করা রমজান মিয়ার জন্ম যুক্তরাজ্যে। ১৯৯৩ সালের ১৯শে জুলাই ইংল্যান্ডের লুটন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ও মা দু’জনই বাংলাদেশি। তাদের পৈতৃক বাড়ি সিলেটে। প্রথমে মডেলিং দিয়ে শুরু, তারপরে অভিনয়। হলিউডের পাশাপাশি তিনি বাংলাদেশি কন্টেন্টেও কাজ করতে আগ্রহী বলে জানা গেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd