আজ শুক্রবার ২১জুলাই বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বৈঠকে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
এনডিএমের পক্ষ থেকে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠকের ব্যবস্থা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠকে আ.লীগ সরকারের পদত্যাগসহ যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়ন, ভবিষ্যৎ করণীয় এবং বর্তমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।