এ বছরে ভারতে অক্টোবর মাসে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ইতিমধ্যেই চলতি মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
এবার বিশ্বকাপের ক্যাম্পেইনিংয়ে প্রমো ভিডিও তৈরি করেছে আইসিসি ও বিসিসিআই। সেখানে বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে প্রমো ভিডিওটি প্রকাশ করেছে আইসিসি। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় কিং খানকে।।
ই‘ট টেকস ওয়ানডে’ শিরোনামে গানটি গাওয়া হয়েছে। ক্রিকেট ম্যাচ চলাকালীন দর্শকরা বিভিন্ন ধরনের আবেগ-অনুভূতি প্রকাশ করেন। যা ভিডিওতে ‘নবরস’ প্রতীকের মাধ্যমে তুলে ধরেছে আইসিসি। মূলত ৯ ধরনের আবেগ-অনুভূতির প্রকাশ বোঝানো হয়েছে ‘নবরস’ দ্বারা। যন্ত্রণা, সাহসিকতা, গৌরব, উল্লাস, আবেগ, শক্তি, গর্ব, সম্মান এবং বিস্ময়– এই ৯টি বিষয় তুলে ধরা হয়েছে ভিডিওতে। এই আবেগগুলোয় সবকটিই থাকে দর্শকদের মধ্যে।
ভিডিওতে বলিউড বাদশাহ শাহরুখ খানকে ট্রফির পাশে দাঁড়িয়ে ‘ইট টেকস ওয়ানডে’ বলতে দেখা যায়।